Main Menu

Monday, May 6th, 2013

 

হেফাজত কর্মীদের ভাংচুর অগ্নিসংযোগ ও কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ

প্রতিবেদক ॥ ঢাকা অবরোধের নামে রাজধানী জুড়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও পবিত্র কুরআনশরীফ পোড়ানোর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। সোমবার বিকেলে পৌর মার্কেট প্রাঙ্গন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গনে সমাবেশ করে। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু  সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।


সার্জেন্ট মামুনের অপসারনের দাবীতে আশুগঞ্জে সিএনজি চালকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রতিনিধি॥ মহাসড়কে ট্রাফিক পুলিশের হয়রানীর প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। বিকেলে উপজেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্থানীয় গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেইট এলাকায় অবস্থান নিয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের অপসারন দাবী করে। অটোরিক্সা মালিক ও শ্রমিকরা মহাসড়কের উপর বসে পড়লে ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক ঘটনাস্থলে এসে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধের ১ ঘন্টা পর বিকেলবিস্তারিত


গুলিবিদ্ধসহ আহত ১৫ ঢাকা ফেরত হেফাজত নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন

প্রতিবেদক ॥ ঢাকায় গভীর রাতে নিরস্ত্র হেফাজত নেতাকর্মীদের উপর পুলিশের ক্র্যাক ডাউনের ঘটনায় ক্ষুব্ধ সাধারন মানুষ। ওই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিপুল সংখ্যক হেফাজত নেতাকর্মী আহত হয়েছে। অবরোধে অংশ নেয়া এসব নেতাকর্মীদের মধ্যে ১৫জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ। আহতরা জানান, গভীর রাতে পুলিশ, র‌্যাব, বিজিবি নির্বিচারে নির্দয় ভাবে ঝাঁপিয়ে পড়ে শাপলা চত্বরে অবস্থানকারী হেফাজত নেতাকর্মীদের উপর। এতে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়াই অর্ধশত নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে এখানে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সকালে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জহিরুল হকবিস্তারিত


বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে অর্ধশত কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত

প্রতিনিধি ॥ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে কমপক্ষে অর্ধশতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। এসময় বেশ কয়েকটি ফলের বাগান ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। জানা যায়, উপজেলার সিঙ্গারবিল, পত্তন, বিষ্ণুপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে সকালে কালবৈশাখী আঘাত হানে। এতে গ্রামের বিষ্ণুপুর, দুলালপুর গ্রামসহ অন্যান্য গ্রামের অর্ধশত কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়। বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান আল মামুন জানান, ঝড়ে এলাকার বোম্ভের লিচু বাগান, কাঠাল বাগান, আম বাগান ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।


ঢাকায় নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

প্রতিবেদক : ঢাকার শাপলা চত্বরে গভীর রাতে হেফাজত ইসলামের নেতাকর্মীদের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অংগ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের জেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসকাব সামনে সমাবেশ করে।   জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, মহিলা দলের সভানেত্রী এডঃ ইসমত আরা, শ্রমিক দলের সভাপতি বাহার চৌধুরী, যুবদল আহবায়কবিস্তারিত


হেফাজতের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধি : হেফাজতের কর্মীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গন থেকে ছাত্রদলের মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএরোডস্থ আশিক প্লাজার সামনে সমাবেশ করে। ছাত্রদল সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, ছাত্রদল সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। বক্তারা হেফাজতের কর্মীদের উপর গুলি ও হামলার তীব্র নিন্দা জানান।