Main Menu

Friday, May 3rd, 2013

 

কসবা পৌরসভা ভবন ফাটলের কারণে, চলাফেরা করতে নিষেধ করছে উপজেলা নির্বাহী অফিসার

কসবা প্রতিনিধি ঃ কসবা পৌরসভা ভবন ফাটলের সংবাদ প্রকাশের পর কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান অবশেষে লিখিত ভাবে নিষেদ করেছেন ।তিনি কসবা উপজেলা প্রেসকাবকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই কথা জানান। কসবা পৌর কর্মকর্তা কর্মচারীরা যেন ঝুকি পূর্ণবিল্ডিং কাজ না করেন সেই জন্য লিখিত ভাবে পত্র দিয়ে জানিয়ে দিয়েছেন।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এলাকায় অবস্থিত কসবা পৌরসভা ও ব্যস্ততম একটি বিপনিবিতানের উপর তলায় (কসবা উপজেলা পিরষদ রেষ্টহাউজ ভবনে) ফাটল ধরেছে।কসবা পৌরসভার কয়েকটি দেয়াল ও অফিস কসহ পিলারে ফাটল দেখা দিয়েছে। কসবা উপজেলা পরিষদ ৪নং মাকেটের বিপণিবিতানের উপর তলায় রেষ্টহাউজের পূর্ব ওবিস্তারিত


৫ই মে অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়ায় হেফাজতের মিছিল

সুমন নূর : আগামী ৫ই মে ঢাকা আবরোধ কর্মসূচীকে সফল করে তোলার লক্ষ্যে আজ শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলাম ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখা স্থানীয় ব্রাহ্মনবাড়িয়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। সহস্রাধিক হেফাজতকর্মীর এই মিছিল শহর প্রদক্ষিণ শেষে ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব প্রঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী ৫মের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানান।