Tuesday, April 23rd, 2013
আওয়ামীলীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন
ডেস্ক ২৪:ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় আওয়ামীলীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল-১। এসব অভিযোগের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, আটক ও নির্যাতন। একই সঙ্গে জামিন চেয়ে মোবারক হোসেনের আবেদনটি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার আদেশে বলেন : মোবারকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।পরে প্রসিকিউটর সাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগ গঠনের মাধ্যমে মোবারকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ৩৩জন নিরস্ত্র মানুষকে পাক-সেনাদের হাতে তুলে দেয়া এবং পরে নির্যাতনবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। সকালে হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১২ টা পর্যন্ত শহরের দোকানপাট বন্ধ ছিল। শহরের অভ্যন্তরে কোন যানবাহন চলাচল করেনি। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংক-বীমা খোলা থাকলেও লেনদেন বন্ধ ছিল। দূর পাল্লার যানবাহন চলাচল না করলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
সরাইলে সাত মামলার পলাতক আসামী গ্রেপ্তার
প্রতিনিধি: সরাইলে সাত মামলার গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী আজিজুল্লাহ (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এ এস আই কবিরুলের নেতৃত্বে এক দল পুলিশ তাকে গ্রামের উত্তর পাশের ফসলি মাঠ থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত আলী উল্লাহ ঠাকুরের পুত্র আজিজুল্লাহ ঠাকুর। তার বিরুদ্ধে সরাইল থানায় ও কোর্টে অগ্নিসংযোগ, লুটপাট, বাড়িঘর ভাংচুর, মারধোর সহ সাতটি মামলা রয়েছে। অধিকাংশ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা সহ মালক্রোকের নির্দেশ দিয়েছে। পুলিশি গ্রেপ্তার এড়িয়ে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
বাঞ্ছারামপুরে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৫ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এরা হচ্ছে ৫ম শ্রেণীর ছাত্রী মুক্তা মনি, ২য় শ্রেণীর ছাত্রী রানী আক্তার, রেশমী আক্তার, বিথী আক্তার ও উর্মি আক্তার।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষার্থীদের অভিভাবক সুত্রে জানা গেছে, গত রবিবার থেকে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থীকে ৭ দিনব্যাপী কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরবিস্তারিত
আখাউড়ায় হরতাল পালিত
প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের জামিন বাতিল করার প্রতিবাদে, গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি ও তত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবীতে দেশব্যাপী ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় আখাউড়া পৌর শহরের মায়াবী সিনেমা হল চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রদক্ষিণ শেষে মায়াবী সিনেমা হল চত্বরে পথ সভা করে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদকবিস্তারিত
সাংবাদিক সমীরের চিকিৎসার দায়িত্ব নিল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি
প্রতিনিধি :সন্ত্রাসী হামলায় আহত মানবকন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সমীর চক্রবর্তীর কানে পঁচন ধরতে পারে বলে চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে সাংবাদিক সমীরের চিকিৎসাসহ আইনগত সহায়তার দায়িত্ব নিয়েছে আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি। সমীর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, মারধরের কারনে সমীরের বাম কান ফুটো হয়ে গেছে। যে কারনে কানে পঁচন ধরতে পারে। তবে আপাতত তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি ঢাকার পিজি হাসপাতালে রেফার করা হয়েছে।এদিকে গতকাল আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির এক সভা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জানানোবিস্তারিত
আখাউড়ায় পিরানহা মাছসহ দুইজন আটক
প্রতিনিধি:আখাউড়ার আমোদাবাদ থেকে পিরানহা মাছসহ দুইজনকে আটক করেছে বিজিবি-১২ ব্যাটালিয়নের সদস্যরা। গত সোমবার গভীর রাতে ভারতে পাচারকালে বিজিবি সদস্যরা এ অভিযান চালান। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে।বিজিবি সূত্র জানায়, বিজয়নগর উপজেলার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় একটি মিনি ট্রাকে করে পাচারকালে নিষিদ্ধ ওইসব মাছ আটক করে। এ সময় জয়নাল ভূঁইয়া ও ইমরান মিয়া নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করে হাবিলদার মো. মনিরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে আটক মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।
নাসিরনগরে হরতাল পালিত
মোঃ আব্দুল হান্নান-নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবী ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা বি এনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালিন সময়ে বিনা উস্কানীতে পুলিশ মিছিলকারীদের উপর লাঠি চার্জ করে। এতে ছাত্র নেতা জালাল মিয়া, হাবিবুর রহমান, শাকিল আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। ওই সময়ে তাৎক্ষণিক ভাবে উপজেলা পরিষদ মিলনায়তনের মাঝে উপজেলা বিএনপির সিনিয় সহ সভাপতি ওমরাও খানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান।বিস্তারিত
সরাইলে ৩৮ লাখ টাকার প্রকল্পকাজ বাস্তবায়ন শুধুই কাগুজে
মোহাম্মদ মাসুদ সরাইল থেকে ॥ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নয় ইউনিয়ন পরিষদে দুইদফা ৩৮ লাখ ৭৬ হাজার টাকার নেওয়া বিভিন্ন প্রকল্পের উন্নয়নকাজ কাগুজে-কলমে শতভাগ বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে এসব প্রকল্পের কোন হদিস নেই।জানা গেছে, চলতি মাসের প্রথমদিকে উপজেলায় ভূমি হস্তান্তর কর (ওয়ান পার্সেন্ট) এর ১৯ লাখ ৩৮ হাজার টাকা এখানকার নয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উত্তোলন করেন এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ দেখিয়ে। এর আগে গত ফ্রেরুয়ারি মাসে একই পন্থায় চেয়ারম্যানরা কাজ দেখিয়ে নেন ১৯ লাখ ৩৮ হাজার ৮শ’ টাকা। অভিযোগ রয়েছে, দুইদফা ৩৮ লাখ ৭৬ হাজার ৮শ’ টাকা উন্নয়নকাজের নামে উত্তোলনের পর ভাগবাটোয়ারা করাবিস্তারিত
সকাল ১০ টা পর্যন্ত ছালাম ১২ টার পর ভিজিট
সরাইল প্রতিনিধিঃ সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে দাবড়িয়ে বেড়াচ্ছেন বিভিন্ন ঔষধ কোম্পানীর এম আর। তারা মানছেন না কোন নিয়ম নীতি। রোগীদের পেছনে ফেলে তারা দখর করে নেন জরুরী বিভাগ সহ অন্যান্য ডাক্তাদের চেম্বারের চেয়ার। গ্রাম থেকে আসা অনেক রোগী এম আর দের ডাক্তার মনে করে দাঁড়িয়ে থাকেন চুপচাপ। গতকাল সকাল পোনে দশটায় জরুরী বিভাগের সামনের দুই চেয়ারে বসে ঔষধের বয়ন করছেন দুই এম আর। একজন হচ্ছেন স্থানীয় ফারিয়া নামক সংঘঠনের সভাপতি মঈন বেলাল। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি একটু নড়েচড়ে বসেন। রোগী দেখার সময় আপনারা এমন ডিষ্টার্ব করছেন কেন ?বিস্তারিত