Main Menu

Sunday, April 21st, 2013

 

পৌরসভার উদ্যোগে অবৈধ ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, উচ্ছেদ অভিযান শুরু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় রবিবার শহরের কাউতলী মোড়, রেলগেইট, স্টেশন রোড, দক্ষিণ কালীবাড়ী মোড়, টিএরোড এলাকায় অবৈধ ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম ও পৌর সচিব মোঃ ইসহাক ভূঁঞা’র নেতৃত্বে শতশত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড উচ্ছেদ করা হয়। এছাড়া শহরের কে, দাস মোড় এলাকায় রাস্তার উপর অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করা হয়। পৌর কর্তৃপক্ষ জানান অবৈধভাবে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক ও সড়ক মোহনায় সৌন্দর্য হানীকর এসব ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড স্থাপনের ফলে অন্ধকারময় অবস্থারবিস্তারিত


জেলা শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, বিএনপি-জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী শ্রমিকলীগের বর্ধিত সভা রবিবার শহরের ওস্তাদ দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডঃ কাউসার আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশের শ্রমিক মেহনতি মানুষ যখন আর্থিক স্বচ্ছলতার দিকে যাচ্ছে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এ সময় বিএনপি এদেশের স্বাধীনতা বিরোধী জামাতসহ ও তার সহযোগীদের নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।  সংগঠনের সভাপতি এডঃ কাউসার বলেন, এসব স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাতের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে শ্রমিকলীগকেবিস্তারিত


আখাউড়ায় সাংবাদিককে ডেকে নিয়ে মারধোর ॥ গ্রেপ্তার-১

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক সংবাদিককে বাসা থেকে ডেকে নিয়ে মারধোর করছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায়। আহত সাংবাদিক হলেন দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি ও আখাউড়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী। গুরুতর আহত অবস্থায়  তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মারধোরে তার বাম কান ক্ষতিগ্রস্ত হয়েছে।হাসপাতালে আহত সাংবাদিক সমীর চক্রবর্তী জানান, সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের রাধানগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আল-আমিন তাকে বাসা থেকে ডেকে এনে এলোপাথাড়ি মারধোর শুরু করে। পরে আশপাশের লোকজন আল-আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। সমীর চক্রবর্তী বলেন, তার ধারনা আখাউড়া রেলওয়েবিস্তারিত


মাছ ধরাকে কেন্দ্র করে নাসিরনগরে নিহত এক

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছ ধরাকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের লাঠির আঘাতে মামাতো ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে। নিহতের নাম জানু মিয়া- (৫৫)।এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার বিকালে বাড়ির পাশের একটি ডোবার পানি সেচে মাছ ধরার সময় একই গ্রামের ফুফাতো ভাই আলমাছ মিয়ার সাথে জানু মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় আলমাছ মিয়ার ভাই আবু ইছা মিয়া লাঠি দিয়ে জানু মিয়ার মাথায় আঘাত করলে জানু মিয়া  আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকাবিস্তারিত


আখাউড়ায় অগ্নিকান্ডে ৪টিঘরসহ নগদ ২৫ লক্ষ টাকার ক্ষতি

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আব্দুল মতিনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির ৪টি ঘর ভস্মীভূত হয়ে যায়। নগদ ২৫ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কারসহ ঘরের টিভি, রেফ্রিজারেটর ও সকল আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। রাত ৩টার দিকে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানালেও আব্দুল মতিন এটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করছেন। তবে এ সময় কেউ হতাহত হয়নি।


মাহমুদুর রহমানের মুক্তি দাবী ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক : আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।  রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সামনে আমার দেশ পাঠক মেলা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মনবাড়িয়া প্রেসকাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণসম্পাদক রিয়াজ উদ্দিন জামি, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুর হক খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,  সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক আব্দন নূর, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোমিনুল হক, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা প্রমুখ।বক্তারা সাংবাদিক দম্পত্তি সাগর-রুনী হত্যাকারীদের গ্রেফতার ও একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনের উপর হামলার নিন্দা জানান।