Main Menu

Sunday, April 7th, 2013

 

নৌযান শ্রমিক কর্মবিরতি আশুগঞ্জ ও ভৈরব বন্দরে অচলাবস্থা

ডেস্ক ২৪ : নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব বন্দরে অচলাবস্থা বিরাজ করছে। উভয় বন্দরে প্রায় ২০০ কার্গো জাহাজ আটকা পড়েছে। নৌযান থেকে মালামাল ওঠানো-নামানো বন্ধ রয়েছে।শ্রমিক নেতারা জানান, নৌপথগুলোর এখন বেহাল দশা। খনন না করায় নৌযান চালাতে কষ্ট হয়। পথে পথে চাঁদাবাজি ও ডাকাতির কারণে এ পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে দাবি জানানোর পরও সরকার নদীপথের নিরাপত্তায় তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। অল্প বেতনের চাকরির কারণে তাঁদের পরিবারেও সুখ নেই। এই অবস্থায় বেতন বৃদ্ধি, নৌপথে ডাকাতি প্রতিরোধ ও মেরিন আইনের সঠিক বাস্তবায়নসহ ১৭ দফাবিস্তারিত