Thursday, April 19th, 2012
রবিবার জেলরোড ছাওয়াল শাহ পীর এর ওরশেফুল মাহফিল
আসামী ২২ শে এপ্রিল রোজ রবিবার বৃহত্তর সীলেটের সর্বজন শ্রদ্বেয় আধ্যাত্মিক মহাপুরুষ পীরে কাশেম হযরত শাহ সুফী সৈয়দ সিরাজ উদ্দিন চিশতী উরুফে ছাওয়াল শাহ বীর (রঃ) এর স্মরণে শহরের জেল রোডস্থ মরহুম নুরুল হুদা মাষ্টারের বাড়ীতে বাদ মাগরীব ভক্তৃবৃন্দের উদ্যোগে এক ওরশেফুল ও ইছানে সওয়াবের মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সবাই সাদরে আমন্ত্রিত। (খবর বিজ্ঞপ্তির)
জাতীয় শ্রমিক পার্টির জেলা কমিটির অনুমোদন
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম এডঃ রেজাউল ইসলাম ভূইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় এবং জেলা জাপার সহযোগীতায় ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পূর্ণাঙ্গ অনুমোদন দিয়েছে। জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার বেগম (সাবেক এম.পি) এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। অতি সম্প্রতি তাা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কমিটির সভাপতি শ্র্রমিক নেতা হাজী জসিম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক, মোঃ ইকরাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ তোহা (খবর বিজ্ঞপ্তির)
কনটেস্ট স্টাডি হোম
কনটেস্ট স্টাডি হোম বেসিক ফাউন্ডেশন ও ভাল রেজাল্টের গ্যারান্টিতে (১ম-৮ম শ্রেণি) পড়ানো হয়। বাসার জন্য হোম ওয়ার্ক দেয়া হয়না – সকল দায়িত্ব আমরাই নিচ্ছি৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের জন্য ইনসেনটিভ কেয়ারের ব্যবস্থা আছে।ফ্রি তিনটি যাচাই ক্লাসের সুযোগ, সুন্দর হাতের লেখা, শুদ্ধ উচ্চারণ শিখানো হয়। কম্পিউটারের বেসিক/অফিস কোর্স/ ইন্টারেন সহ বিভিন্ন কোর্সে মহিলা/শিশুদের ভর্তি চলছে। যোগাযোগঃহালদারপাড়া (কোমফোর্ট হাসপাতালের উত্তর পার্শ্বে) ব্রাহ্মণবাড়িয়া। ফোনঃ ০৮৫১-৬৩০৮০, মুঠো ফোনঃ ০১৯১৯-৬৫৫৫৪৪,০১৭৫৯-৬৭১২৬৭ই-মেইলঃsasaifdallar71@yahoo.comধুমপান,মাদক,দূর্নীতি, সন্ত্রাসকে না বলুন, বেশি করে গাছ লাগান ,পরিবেশ বাঁচান
১০ মাসের শিশুর পেটে বাচ্চা
হয়তো ঘটনাটি বিস্ময়কর তবে সত্য। ১০ মাসের শিশু তিথির পেটে বাচ্চা ছিল!আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওর পেট থেকে মৃত শিশুটি বের করা হয়েছে। টিউমার ভেবে ১০ মাসের তিথির পেটে অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকদের তো চক্ষু ছানাবড়া! টিউমারের বদলে ওর পেটের মধ্যে ‘মানব শিশু’! প্রায় ১ ঘণ্টা অস্ত্রোপচার করে ১০ মাস বয়সের শিশুকন্যা তিথির পেট থেকে মৃত শিশু অপসারণ করা হয়েছে। পরে তা মেডিক্যাল কলেজের ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাখা হয়। হাসপাতালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মসুরিপাড়া গ্রামের জামাল উদ্দিন জানান, তার শিশুকন্যা তিথি ২ মাস আগেবিস্তারিত
ডিম আগে না মুরগি আগে
ডিম আগে না মুরগি আগে সে প্রশ্ন আদ্দিকালের। আর মুরগি যদি ছানার জন্ম দেয় তাহলে এ প্রশ্ন এক সমাধানের পথে এগোয়। তা অবাককাণ্ডও বটে! এ কাণ্ডই ঘটিয়েছে শ্রীলংকার এক মুরগি। ডিম না পেড়ে মুরগিটি সরাসরি বাচ্চার জন্ম দিয়েছে। কিন্তু বাচ্চাটি বাঁচলেও প্রাণ গেছে বেচারি মুরগির। ওয়েলিমাদা এলাকায় ঘটেছে এ ঘটনা। মুরগিটি পরিপূর্ণ এবং সুস্থ-সবল বাচ্চার জন্ম দিয়েছে বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে। সাধারণত মুরগি ডিম পাড়ার পর ২১ দিন পর্যন্ত ‘তা’ দিয়ে বা ইনকিউবেটরে রেখে বাচ্চা ফুটাতে হয়। কিন্তু এক্ষেত্রে ডিমটি ২১ দিন মুরগির পেটের ভেতরের উষ্ণতায় থেকেই বাচ্চা ফুটেছে।বিস্তারিত
আখাউড়ায় ফেন্সিডিল বিয়ারসহ আটক ৩ মাদক পাচারকারী
আখাউড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিল বিয়ারসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে ।আটককৃতরা হল মোঃ নেওয়াজ (৩৫), মোক্তার হোসেন (৪০) ও আমিনুল (৩০)। আটককৃতদের নামে আখাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আজমপুর সীমান্ত ফাঁড়ির একদল টহলরত বিজিবি জোয়ান ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক পাচারকারী মোঃ নেওয়াজ ও মোক্তার হোসেনকে আটক করে। একই সময় ঘাগুটিয়া বিজিবি সীমান্ত ফাঁড়ির জোয়ানরা ১৯ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল বিয়ারসহ আরা এক ব্যক্তিকে আটক করে। বিজিবি সদস্যরা আটককৃতদের আখাউড়া থানায়বিস্তারিত
সরাইলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক সন্তানের জননীর মৃত্যু
প্রতিনিধি ॥ সরাইলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মানিজ মিয়ার স্ত্রী নাজমা বেগম (২২) নামের এক সন্তানের জননী মৃত্যুবরন করেছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে।প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, গত কয়েক দিন যাবত বিদ্যুত না থাকায় গৃহকর্তা মানিজ মিয়া বসত ঘরে বিদ্যুতের কাজ করান। আজ দুপুরে নাজমা বেগম নিজ বসত ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাকে বাঁচাতে গিয়ে আহত হয় তার চার বছর বয়সের একমাত্র শিশু সন্তান (ছেলে) ।
যানবাহন ও দোকানপাট ভাংচুর,শহরে উত্তেজনা বিরাজ করছে
সিলেটের সাংসদ ইলিয়াছ আলী নিখোজের প্রতিবাদে আজ জেলা বি,এন,পির পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ছিল। মিছিলের শেষ পর্যায়ে খবর আসে যে ঢাকায় নয়া পল্টনে বি,এন,পির ভারপ্রাপ্ত মহাসচিব পুরিশের লাঞ্চনার মিকার হয়েছেন। এ কবর মিছিলকারীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বিক্ষুদ্ধ হয়ে উঠে। বিক্ষোভকারীরা যানবাহন ও দোকানপাট ভাংচুর করে। এত পুলিশ লাঠি চার্জ করে বিক্ষোবকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শহরে উত্তেজনা বিরাজ করছে।
নবীনগরে ছিনতায়ের কবলে মুক্তিযোদ্ধা
এস.এ.রুবেল/ নবীনগর প্রতিনিধি: নবীনগরের এক মুক্তিযোদ্ধা দিনে দুপুরে ছিনতায়ের কবলে পরে অর্ধলক্ষাধিক টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ১৯/০৪ দুপুরে নৌকায় বসে ছিনতায়ের কবলে পরা শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আরু মিয়া এই প্রতিনিধিকে কান্না জড়িত কন্ঠে জানান, সকালে সদরে অবস্থিত সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি আসার পথে সদরের বড় বাজারে (চাউল বাজার) কয়েক জন দূর্বৃত্ত চোখে আলকাতরা লাগিয়ে হাতে থাকা ব্যাগ থেকে অর্ধলক্ষাধিক টাকা, মুক্তিযোদ্ধা সনদপত্র ছিনিয়ে নিয়ে যায়।
ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের দক্ষতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা
আবুল হাসনাত মোঃ রাফি ॥ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের দক্ষতা বৃদ্ধি ও সেবার মান বিষয়ক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক কার্যালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) ড. গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন চাকমা। বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদ আহমেদ, ইউপি চেয়ারম্যান নেসার উদ্দিন শেরশাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, এনজিও কর্মী এস.এম. শাহীন প্রমুখ। আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদবিস্তারিত