Thursday, April 12th, 2012
চিলোকুট গ্রামে বজ্রপাতে বালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামে বজ্রপাতে এক বালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সে মারা যায়। নিহত ওই বালকের নাম আরিফ (১১)। সে চিলোকুট গ্রামের আল-আমিন মিয়ার পুত্র।এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে সাদেকপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র আরিফ বন্ধুদের নিয়ে পাশের বাড়িতে আম কুঁড়াতে গেলে বজ্রপাতে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বজ্রপাতে এক বালকের মারা যাওয়ার খবর শুনেছি।
উজানিসারে যাত্রীবাহি বাস খাদে, নিহত ২
নিজস্ব প্রতিবেদক : কুমিলা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসারে একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে গেলে ২ জন নিহত ও অন্তত: ২০ যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উজানিসার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল সোয়া আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবাগামী যাত্রীবাহি একটি লোকাল বাস-(চট্টগ্রাম ব-৯৬৪২) উজানিসার সেতু এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী যাত্রী সহ অজ্ঞাতনামা ২ জন নিহত হয়। আহত হয় বাসটির ২০ যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ধরখার ফাঁড়িরবিস্তারিত
নাসিরনগরে ধর্ষনের চেষ্টা মামলায় বাচ্চু গ্রেফতার
নাসিরনগর সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক গৃহবধূকে ধর্ষনের চেষ্ঠার মামলার পলাতক আসামী ও গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি বসির উদ্দিন বাচ্চু (৪৫) গতকাল বুধবার বিকালে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। । বসির উদ্দিন বাচ্চু নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণ গ্রামের কাচু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বসির উদ্দিন (বাচ্চ)ু গত ১৬ মার্চ রাতে গোকর্ণ গ্রামের মাফিক মিয়ার স্ত্রী সাহেদা খাতুনকে ধর্ষনের চেষ্ঠা করে মর্মে ২০ মার্চ থানায় বাচ্চু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নিযার্তন আইনে মামলা দায়ের করেন। নাসিরনগর থানায় মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতকবিস্তারিত