চিনকিআস্তানা-আশুগঞ্জ সেকশনের ১৮০ কিলোমিটার রেলরুটের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক
প্রতিনিধি::রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল রুটের চিনকিআস্তানা-আশুগঞ্জ সেকসনের সংস্কার কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। ঢাকা-চট্টগ্রাম রেল রুটের চিনকিআস্তানা-আশুগঞ্জ সেকশনের ১৮০ কিলোমিটার রেলরুটের ক্ষয়প্রাপ্ত রেল পরিবর্তন ও আনুষঙ্গিক কাজের ব্যায় ধরা হয়েছে প্রায় ২৯৮ কোটি টাকা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন চত্বরে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রী আনিসুল হক। রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. মনসুর আলী সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন, ঠিকাদারী প্রতিষ্টান ম্যাক্স এর ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর, রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন প্রমূখ।