আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩
প্রতিনিধি::আজ রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিগতরা সবাই প্রাইভেটকারের।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বিকেল ৩টায় সিলেটের শায়েস্তাগঞ্জ থেকে ৭ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি যাত্রী বাহী প্রাইভেটকার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে ফিরোজ মিয়া মহাবিদ্যালয়ের সামনে একটি বালু বোঝাই ট্রাক সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে সকল যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। পথে অজ্ঞাত মহিলা (৪০), জাহাঙ্গীর হোসেন তালুকদার (২৮) মারা যায়। হাসপাতালে আনা হলে নুরুজ্জামান মিয়া (২৮) ও অজ্ঞাত পুরুষ (২৫) মারা যায়। গুরুতর আহত গাড়ির চালক মিলন মিয়া (২৮), ছেলে শিশু (২মাস), ছেলে শিশু ২বছর ভর্তি করা হয়েছে। সড়ক দূর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় রাস্তার উভয়পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ইনচার্জ নুর হায়দার জানান, ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার ও হেলাপার পলাতক রয়েছে।