Main Menu

‘আমরা একটু একটু করে তোমাদের কাছে আসছি’

+100%-

file (1)

জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদি এক ভিডিওতে ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক জোটের হামলা সত্ত্বেও তারা বেশ ভালো অবস্থানে রয়েছে। ওই জোটের বিরুদ্ধে তাদের বিজয় হবে। সৌদি আরব নেতৃত্বাধীন সন্ত্রাসীবিরোধী জোটের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, যারাই তাদের বিরুদ্ধে লাগতে আসবে, তাদের ধ্বংস করা হবে। তারা সেই পথেই আছে।
শনিবার প্রকাশিত ২৪ মিনিটের এক ভিডিওতে তিনি বলেন, আন্তর্জাতিক জোটের হামলার পর তাদের দলের দৃঢ়সংকল্পতা ও আত্মবিশ্বাস আরো বেড়েছে। গত মে মাসে বিমান হামলায় বাগদাদি নিহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এমন খবরে প্রকাশিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এ ভিডিও প্রকাশ করলেন।

আইএসের মিডিয়া বিভাগ আল-ফারকান মিডিয়া ফাউন্ডেশন থেকে প্রকাশিত এ ভিডিওটির সত্যতা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এর আগে আইএসের বিভিন্ন বার্তা এ মিডিয়া সাইট প্রকাশ করে।

বাগদাদি বলেন, ‘আমাদের মুসলিম উম্মাহর একটি নজিরবিহীন ঘটনা যে, সব বিশ্ব আজ একটি যুদ্ধে লিপ্ত হয়েছে, যা চলছে। এটা সব মুসলিমদের বিরুদ্ধে সব বেধর্মীদের যুদ্ধ।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জোট আমাদের মধ্যে ভীতি ধরাতে, না নিশ্চিহ্ন করতে- কোনটাই পারিনি। কারণ আমরা যেকোনো ক্ষেত্রে জয়ী হতে সক্ষম।’

যুক্তরাষ্ট্রের স্থলসেনা অভিযান চালানোর সাহস নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের আমাদের কাছে আসার সাহস নেই। কারণ মুজাজিদীনদের ভয়ে তাদের হৃদয় পরিপূর্ণ।’

বাগদাদি বলেন, ‘আমেরিকা ও তার মিত্ররা ছায়াযুদ্ধ এবং তাদের গুণ্ডাপাণ্ডা দিয়ে খলিফা ধ্বংস করার চেষ্টা করছে। যখন আমরা তাদের নাক-কান কেটে তাদের পরিকল্পনা গুড়িয়ে দিচ্ছি, তখনই তারা ইসলামিক দেশের মিথ্যা বাহানার দিয়ে সৌদি জোটের ঘোষণা দিল।’

তিনি বলেন, ‘সৌদি জোট যদি সত্যিকারের ইসলামিক দেশ হয়, তাহলে তারা সিরিয়ার সেনাবাহিনী, রাশিয়া, শিয়া পাশাপাশি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে।’

ডিসেম্বরে মাঝামাঝি সময়ে সৌদি নেতৃত্বাধীন ৩৪টি মুসলিম দেশ একটি সন্ত্রাসবিরোধী জোটের ঘোষণা দেয়। এর সদর দফতর হবে রাজধানী রিয়াদে। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলো জোটে যোগদান করলেও আইএস কবলিত দেশ ইরাক ও সিরিয়াকে এ জোটের বাইরে রাখা হয়েছে। শিয়া দেশ ইরানও নেই এ জোটে।

যেসব দেশ আইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বাগদাদি বলেন, ‘আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, আল্লাহ অনুমতি দিয়েছেন- যারাই ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, তাদের চড়ামূল্য দিতে হবে।’

ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা তোমাদের ভুলে যায়নি। আমরা একটু একটু করে তোমাদের কাছে আসছি।’

তবে যুক্তরাষ্ট্র জোট ও রাশিয়ার ক্রমাগত বিমান হামলার কারণ দুর্বল হয়ে আসছে আইএস। ইতিমধ্যে সিরিয়া ও ইরাকের বেশকিছু এলাকা আইএসের হাতছাড়া হয়েছে।

শনিবার আইএসকে হটিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফোরাত নদীর বাঁধ দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিদ্রোহী বাহিনী। সিরিয়ার সরকারবিরোধ জোট সিরিয়া ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) শনিবার জানিয়েছে, তারা আইএসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত সিরিয়ার উত্তরাঞ্চলের পানি ও গ্যাসলাইন কেটে দিয়েছে। ফলে সেখানে জরুরি প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিতে শুরু করেছে। খবর সিবিএস নিউজ, রয়টার্সের।






Shares