আমার লজ্জা নাই
আমার লজ্জা নাই……।।
…………শাহজাদা সুলতান
]
আমি রাজনীতি করি ভাই,
টেন্ডার, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট সব কিছুই খাই…
বলতে আমার শরম লাগে, আমার লজ্জা নাই,
আমি ট্রাফিক-পুলিশ ভাই,
রাস্তা-ঘাটে টিভি-ক্যামেরার চোখ আমাকে খুঁজে ফেরে
লই তো মাত্র ৫/১০ টাকাই…
বলতে আমার শরম লাগে, আমার লজ্জা নাই,
আমি পরীক্ষা কত্তৃপক্ষ ভাই
প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কে বলেছে? কেউ তো দেখে নাই…
বলতে আমার শরম লাগে, আমার লজ্জা নাই,
আমি পরীক্ষার্থী ভাই,
পড়ালেখা না করে, রাত-দিন আড্ডা মেরে
পরীক্ষার আগেই প্রশ্ন-পত্র পাই…
বলতে আমার শরম লাগে, আমার লজ্জা নাই,
আমি ডাক্তার-ইঞ্জিনিয়ার ভাই,
আর যাই হোক আমার লাভ আমিই দেখি, ছাড়ি না এক পাই…
বলতে আমার শরম লাগে, আমার লজ্জা নাই,
আমি সরকারী কর্মকর্তা ভাই,
সরকারী মাল দরিয়ায় ঢালি,
সারাদিন বসে ভাবি যা কামিয়েছি, আরো বেশী চাই…
বলতে আমার শরম লাগে, আমার লজ্জা নাই,
আমি ব্যবসায়ী ভাই,
চাল-ডাল-মশলায় সীসা-পাথর মিশাই……
বলতে আমার শরম লাগে, আমার লজ্জা নাই
যতই সবাই বলে বেড়ায় “লজ্জা করে না কেন ভাই?”
আমি বলি “লজ্জার মধ্যে ও ফরমালিন আছে, পারলে আরো বেশি মিশাই”
বলতে আমার শরম লাগে, আমার লজ্জা নাই…………..