Main Menu

শুধু নামায রোযারই নাম ইবাদত নয়

+100%-

bises-640x300শুধু নামায রোযারই নাম ইবাদত নয়। ইমাম গাযযালী স্বীয় গ্রন্থ আরবাঈন-এ দশ প্রকার ইবাদতের কথা লিখেছেন। যথা- নামায,যাকাত,রোযা,কোরআন তিলাওয়াত,সর্বাবস্থায় আল্লাহর স্বরণ,হালাল উপার্জনের চেষ্টা করা,প্রতিবেশী এবং সাথীদের প্রাপ্য পরিশোধ করা,মানুষকে সৎ কাজের আদেশ ও খারাপ কাজ হতে বিরত থাকার উপদেশ দেয়া,রসুলের সুন্নত পালন করা।
একই কারনে ইবাদতে আল্লাহর সাথে কাকেউ অংশীদার করা চলে না। এর অর্থ হচ্ছে,কারো প্রতি ভালবাসা,আল্লাহর প্রতি ভালবাসার সমতুল্য হবে না। কারো প্রতি ভয়,কারো প্রতি আশা-আকাঙ্খা পোষণ আল্লাহর ভয় ও তাঁর প্রতি পোষিত আশা-আকাঙ্খার সমতুল্য হবে না। আবার কারো ওপর একান্ত ভরসা করা,কারো আনুগত্য ও খেদমত করা,কারো কাজকে আল্লাহর ইবাদতের সমতুল্য আবশ্যকীয় মনে করা,আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করা,আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে স্বীয় কাকুতি-মিনতি প্রকাশ করা এবং যে কাজে অন্তরের আবেগ-আকুতি প্রকাশ পায়,এমন কাজ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করা-যথা রুকূ বা সেজদা করা ইত্যাদি কোন অবস্থাতেই বৈধ হবে না।

বিঃদ্রঃ এটা কোন কপি পেস্ট করা পোষ্ট নয়,কপি করার পর দয়া করে পরিবর্তন আনবেন না।






Shares