Main Menu

“৩০০ আসনে প্রার্থী দিবে ইসলামী ঐক্যজোট ”: নবীনগরে আবুল হাসানাত আমিনী

+100%-

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট। স্বতন্ত্র ভাবে মিনার প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেব। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কওমি ছাত্র ঐক্য পরিষদে উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী স্মরণে তার জীবন ও কর্ম র্শীষক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবুল হাসানাত আমিনী আরও বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টির অনুসারী নই। আমরা ইসলামের অনুসারী।
অনুষ্ঠানে নবীনগর উপজেলা বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আহাম্মদ আলী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা আনসারুল হক ইমরান, কেন্দ্রীয় নিবার্হী কমিটি সদস্য মাওলানা মেহেদী হাসান। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাংগঠনিক সম্পাদক মুফতি এনাম হাসান, সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের সাধারন সম্পাদক মাওলানা কাউছার মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মুফতি আবুল হাসনাত আমিনী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী কর্মময় জীবন নিয়ে আলোচনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের নিবার্হী কমিটি অন্যতম সদস্য মাওলানা মেহেদী হাসানকে একক প্রার্থী ঘোষণা করা হয়।