Main Menu

সরকারি গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা!

+100%-

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর-সলিমগঞ্জ সড়কে একাধিক সরকারি গাছ কাটার অপরাধে আওয়ামীলীগের স্থানীয় এক সভাপতিসহ তিনজনের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা
জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানা প্রদানকারীরা হলেন স্থানীয় শ্যামগ্রাম ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম ও জাদিদ মিয়া। গতকাল সোমবার (৪/৩/১৯) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এলাকাবাসি জানান, শ্রীঘর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই সড়ক থেকে স্থানীয়ভাবে প্রভাবশালী ওইসব অভিযুক্ত ব্যক্তিরা সরকারি প্রায় দেড় ডজন গাছ কেটে নিয়ে যায়। গোপন সূত্রে এ খবর পেয়ে নবীনগরের সহকারি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে তাৎক্ষণিক এক ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনজনকে জরিমানা করেন। সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘অভিযুক্তরা বিনা অনুমতিতে এলজিইডির সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ায় প্রত্যেককে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।






Shares