Main Menu

বই গাড়ি উপহার পেলেন গুঞ্জন পাঠাগারের স্বপন মিয়া

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুহাতা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান গুঞ্জন পাঠাগার এর স্বপ্ন দ্রষ্টা বই মজুর স্বপন মিয়া স্বপ্ন দেখতেন বই ফেরির মাধ্যমে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার।
সেই স্বপ্ন পুরনে ও এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বই মুজুর স্বপন মিয়াকে শুক্রবার সকালে গুঞ্জন পাঠাগার প্রাঙ্গনে বই গাড়ি উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
বই গাড়িটি স্বপন মিয়ার হাতে তুলে দওয়ার সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ওয়াজেদ উল্লাহ জসীম, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু পার্থ চক্রবর্তী, পিয়াল হাসান রিয়াজ,মোস্তাফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
স্বপনের স্বপ্নের অংশীদার হয়ে নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, এলাকায় জ্ঞ্যানের আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে । আগামীতেও প্রতিটি ভাল কাজের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার আশা ব্যক্ত করেন উপজেলার এই কর্মকর্তা। এদিকে উপস্থিত জনসাধারন বই প্রেমি স্বপন মিয়ার বিভিন্ন কর্মকান্ডের ভূয়েশী প্রশংসা করেন।






Shares