Main Menu

নবীনগরে শিক্ষা বৃত্তি প্রদান

+100%-

মিঠু সূত্রধর পলাশ :: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোঃ ফিরুজ মিয়া শিক্ষা বৃত্তি ২০১৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ ফিরুজ মিয়া।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম শিকদার, সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোর্শেদুল ইসলাম লিটন, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামীলেগের আহবায়ক অধ্যাপক নুর নাহার বেগম, পশ্চিম ইউনিয়ন আওয়ামীলেগের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল কালাম স্বাধীন ও শিক্ষক লুতফর রহমান।

অনুষ্ঠানে ৬ জনকে ট্যালেন্ট পুলে ও ১০জনকে সাধারণ গ্রেডে ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। উক্ত বৃত্তি পরিক্ষায় ১১টি প্রাইমারী স্কুলের শিক্ষার্থী অংশ নেয়।