Main Menu

নবীনগরে প্রকাশ্যে মাদক সেবন করছেন মাদক সেবীরা, হামলা-নির্যাতন,আতঙ্কে ব্যবসায়ীরা। দেখার কেউ নেই..

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ গেইটের সাথে প্রশাসনের নাকের ডগায় ফার্নিচার তৈরির কারখানা গুলিতে প্রতিদিন রাত বিরাতে মাদক সেবন করছেন স্থানীয় মাদক সেবীরা। এই বিষয়ে প্রতিকার চেয়ে বহুবার থানায় লিখিত অভিযোগ করেছেন ফার্নিচার ব্যবসায়ী। এই অভিযোগ করার কারনে ব্যবসায়ীরা মাদক সেবীদের হুমকি-ধামকি ও হামলার শিকারও হয়েছেন বহুবার। তারই ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উক্ত ফার্নিচার মার্কেটের মালিক হাসিবুল হাসান শাহীন মাদক সেবনে বাধা প্রধান করলে মাদক সেবী সামছুল হুদা (৩২) তার দলবল নিয়ে তাকে মারধর করে। পরে এ বিষয়ে প্রতিকার চেয়ে হাসিবুল হাসান শাহীনের ভাই মনির হোসেন রনি বাদী হয়ে সেদিনই নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. ইয়ার হোসেন,জীবন মিয়া,সুদর্শন বর্মন,লোকনাথ সূত্রধর,সুমন সূত্রধর,রুবেল,শহিদ মিয়া,নিতাই সূত্রধর সহ আরো অনেকেই জানান, আমরা নিন্ম আয়ের মানুষ হিসেবে এখানে কাঠের ফার্নিচার তৈরি করি। আমাদের এই কর্ম ক্ষেত্রে প্রতিদিনই এই মাদক সেবী সামছুল হুদা ও তার বাহিনীর মাদক সেবনে বাধাঁ দিতে গিয়ে হামলার শিকার হই। এলাকার সবাই জানে এই খানে মদক সেবন হয়। প্রশাসনের নাকের ডগায় এই ভাবে মাদক সেবনের দৃশ্য আমাদের মত সরাসরি কেউ না দেখলে বিশ্বাসই করবেনা। নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ জানান, আমরা মাদক সেবী সামছুল হুদাকে এর আগেও কয়েকবার মাদকের মামলায় জেল হাজতে পাঠিয়েছি।তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






Shares