Main Menu

নবীনগরে দুই সন্তান দত্তক

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের একটি প্রইভেট হাসপাতালে পেয়ারা বেগমের স্বাভাবিকভাবে জন্ম নেয়া ৪ যমজ সন্তানের মধ্যে ২ মেয়ে সন্তানকে দত্তক দিল হতদরিদ্র পরিবারটি। অভাবের কারনে চিকিৎসা ও ভরনপোশণে অক্ষম পরিবারটি সন্তান দিতে চায় শিরোনামে সংবাদ প্রকাশের পর দুই মেয়ে শিশুকে দত্তক নিয়েছে শিক্ষিকা লাকি আক্তার ও বিউটি আক্তার। বর্তমানে মা ও তার দুই সন্তান ভালো রয়েছে বলে পরিবারের পক্ষথেকে জানানো হয়।