নবীনগরে “চোর-ডাকাত” রোধে জনগণকেই বন্দি!
জেলার নবীনগর উপজেলায় চোর ডাকাতের উপদ্রব রোধে জনগনকেই বন্দি থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়েছে। “পুলিশই জনতা,জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প এলাকায় রবিবার সকালে শ্যামগ্রাম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করে জানানো হয়েছে রাত ১০ টার পর কোন ব্যাক্তি বিনা প্রয়োজনে রাস্তা ঘাটে বা সন্দেহজনক জায়গায় চলা ফেরা না করে । গত শুক্রবার শ্যামগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার বাবুল নাগের সভাপতিত্বে আইনশৃংখলা বিষয়ক মত বিনিময় সভা হয় এতে প্রধান অতিথি ছিলেন সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা এ সভায় বক্তারা এ উদ্যোগের আহবান জানান । নবীনগর পশ্চিম অঞ্চল বিশেষ করে শ্যামগ্রাম ইউপি,বড়িকান্দি ইউপি, রতনপুর ইউপি, সলিমগঞ্জ ইউপি, সহ আশপাশের ইউনিয়ন গুলিতে চোর-ডাকাতের উৎপাত বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে । সমাজের সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশের পাশাপাশি এলাকাবাসী চুরি ডাকাতি বন্ধে সবাই পুলিশকে সহযোগিতা করতে সচেতন মহল সবাইকে আহবান জানান ।