Main Menu

নবীনগরে এলডিপি’র প্রার্থী ঘোষণা

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (এলডিপি) এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবীনগর পৌর এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে জেলা এলডিপি’র সভাপতি মোহাম্মদ মহসীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এলডিপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু,এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি একেএম সামসুল হক মাস্টার,বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিরাজ, মুন্সী নুরুল আমিন,হাবিবুর রহমান ভূঁইয়া,মো.ফকরুল আলম মুক্তি,বুলবুল আহামেদ,বিজয় সরকার প্রমুখ। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি মো. আব্দুর রউফ মামুন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের (নবীনগর) এলডিপি থেকে মোহাম্মদ মহসীন মিয়ার নাম ঘোষনা করেন। পরে দোয়া শেষে উপস্থিত নেতাকর্মি ও জন সাধারণের মাঝে ইফতার বিতরন করা হয়।