Main Menu

নবীনগর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।সভাপতি টিটু-সাধারন সম্পাদক শরীফ

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০/১১) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ নির্বাচনী ভোট কেন্দ্রে ভোটারা ভোট দেন।নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিন রেজা টিটু। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়।বাকী ১০টি পদ বিনাপ্রতিদন্দীতায় নির্বাচিত হন প্রার্থীরা। সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরিফুল ইসলাম শরীফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোঃ রহমতউল্লাহ্।

যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মোঃ চাঁন পাশা,যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ জাবেদ আহমেদ জীবন, সাংগঠনিক সম্পাদক- শেখ মিহাদ,অর্থ ও দপ্তর সম্পাদক- শ্যামল বর্মন শিমুল, তথ্য,আপ্যায়ন ও ধর্ম বিষয় সম্পাদক- মোঃ মাছুম মির্জা, সাহিত্য ও সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- মোঃ রাজন, কার্যকরী সদস্য- ১.হাজী কাউছার, কার্যকরী সদস্য ২.মোঃ টিপু সুলতান। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় নির্বাচনের ফল ঘোষনার পর নির্বাচিত কমিটি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী মোঃ রহমতউল্লাহ্কে কো-আপ্ট করে সিনিয়র সহ-সভাপতি পদে তার নাম ঘোষনা করে।

নির্বাচনটি পরিদর্শন করেন,নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু মোছা,নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ,নবীনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন হেলাল, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সাংবাদিক খান জাহান আলী চৌধুরী, সাংবাদিক মাজেদুল ইসলাম,সাংবাদিক মনির হোসেন  সহ আরো অনেকেই।

নির্বাচন অফিসার ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সুলতান আহম্মেদ। মোট ভোটার ছিলেন,২৩ জন।






Shares