নবীনগর যুবলীগ সভাপতি সামস্ আলমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
নবীনগর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবীনগর উপজেলা শাখার সভাপতি সামস্ আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নবীনগর সদরে বড়াইল, কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নের জনগনের উদ্যোগে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি নবীনগর পৌর শহরের খাজা নগর থেকে শুর হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে নবীনগর পাইলট স্কুলে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও স্থানীয় সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান, তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন।
উল্লেখ্য যে, গত ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় কতিপয় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্য সামস্ আলমের উপর হামলা চালায়, এতে তিনি মারাত্বক ভাবে আহত হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।