নবীনগর প্রেসক্লাবের সম্প্রসারিত কার্যালয় উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেসক্লাব কার্যালয়ের সম্প্রসারিত রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই রুম প্রাপ্তির বিষয়ে নবীনগর প্রেসক্লাবের সকল নির্বাহী কমিটির নেতৃবৃন্দের দীর্ঘ আন্দোলনের ফসল হিসাবে,বৈষম্য বিরোধী আন্দোলনের কল্যাণে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার রাজনৈতিক প্রভাবমুক্ত থাকায় উপজেলা পরিষদের গণগ্রন্থাগার ভবনের প্রেসক্লাব কার্যালয়ের পার্শ্ববর্তী রুমটি সাংবাদিকদের হস্তগত হয়। গতকাল রবিবার(১৩/১০) এক অনাড়ম্বর অনুষ্ঠানে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
প্রাধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি যখন প্রথম প্রেসক্লাবে আসি তখন কার্যালটি ছোট পরিসরে ছিল, তখনই আমি একজন সংবাদ পরিবারের সদস্য হিসাবে অনুভব করেছিলাম সেই থেকে চেষ্টা ছিল প্রেসক্লাবটি সম্প্রসারণে, আজ সেটি আজ সফল হয়েছে।এই সফলতার জন্য সাবেক নেতৃবৃন্দেসহ বর্তমান নেতাদের দীর্ঘ আন্দোলনের ফলে আজকের জয় হয়েছে, তিনি অপ-সাংবাদিকতা রোধে কার্যকর গ্রহনে মূল ধারার সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন,নবীনগর প্রেসক্লাব আরো বড় পরিসরে হওয়া উচিত ছিল,নিজস্ব একটি কমপ্লেক্স থাকার কথা ছিল,আমি আশা করব ভবিষ্যতে নবীনগর প্রেসক্লাবের নিজস্ব একটি ভবন হবে,তিনি অপ-সাংবাদিকতা বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে কেউ সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা ও দুর্নীতি চাঁদাবাজি করে তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের উপর আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন,সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি পীযুষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান,জামাতে পৌর শাখার আমির মোখলেছু রহমান,সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু,নবীনগর কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, অ্যাডভোকেট বিনয় চক্রবতী,সাবেক জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, সমাজসেবক মাওলানা সানাউল্লাহ্, মাওলানা আমির হোসেন,পৌর জামাতের সেক্রেটারী সাইফুল ইসলাম বাশার, বিএনপি নেতা রাজিব আহসান পাপ্পু।
সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সভাপতি আবু কামাল খন্দকার,প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সহ- সভাপতি, এশিয়ান টিভি ও দেশ রুপান্তর সিনিয়র সাংবাদিক জ ই বুলবুল,সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির,সাপ্তাহিক মলয়ার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সাংবাদিক তাজুল ইসলাম,দেলোয়ার,পিয়াল হাসান রিয়াজ, ইব্রাহিম খলিল, মনির হোসেন, মিঠু সুএধর পলাশ, নুরে আলম,মাজেদুল ইসলাম মাজেদ, মাহবুব মোর্শেদ, মেঠু পথের সভাপতি কাউছার আহম্মেদ ডিউক সহ আরো অনেকে । পরে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।