নবীনগরে তিনদিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত
প্রতিনিধি::নবীনগরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি’র)এর উদ্যোগে প্রেসক্লাবের সহযোগীতায় তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ বৃহস্পতিবার সন্ধ্যায় (২৫/১২) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর (পিআইবি) মহা পরিচালক নবীনগরের কৃতি সন্তান মো. শাহ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহম্মেদ খোকন, পৌরমেয়র মাঈন উদ্দিন মাঈনু, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার। মাহাবুব আলম লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক আবু কামাল খন্দকার, অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য, গৌরাঙ্গ দেব নাথ অপু, মোঃ হোসেন শান্তি, আসাদুজ্জামান কল্লোল প্রমূখ। উক্ত প্রশিক্ষনে উপজেলার কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেয়। অতিথিরা পরে প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৪০ জন সাংবাদিককে সনদপত্র তুলে দেন। মঙ্গলবার উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। এতে সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অলিউল হাছান, অধ্যাপক আবদুল মমিন, বোরহান উদ্দিন নসু । তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিণে প্রশিক্ষক ছিলেন মোহনা টিভি’র বার্তা প্রধান রহমান মোস্তাফিজ,একাত্তর টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রির্পোটার খায়রুজ্জামান কামাল।