নবীনগর শিবপুরে হিজড়াদের চাঁদাবাজিতে অতিস্ঠ গ্রামবাসী
মোহাম্মদ হেদায়েত উল্লাহ্ ::ইদানীং হিজড়াদের মাত্রাতিরিক্ত অত্যাচারে অতিস্ট ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ,বিদ্যাকুট ,মেরকুটা ,বিটগর , তথা ৬ ইউনিয়নের গ্রাম গুলোতে বিয়ে সাদীর বাড়ীতে এসে তারা বেপরোয়া হয়ে পত্যান্তরে বিপদে ফেলছে সাধারন মানুষকে । তারা রাস্তাঘাট,বাসাবাড়ি,দোকানপাটে যেখানে-সেখানে মানুষকে টাকার জন্য নাজেহাল করছে । হিজড়াদের কাজে কেউ বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে । ও প্রকাশ্যেই তারা কাপড়-চোপড় খুলে ফেলছে । এবং বিশেষ ভঙ্গিতে হাততালি দিয়ে আতস্ক সৃস্ঠি করছে । বছরের পর বছর ধরে হিজড়ারা টাকা তোলার এই রীতি চলে আসছে । মানুষ ও সাধ্যমতো তাদের টাকা ও বিভিন্ন মালামাল দিয়ে সহযোগিতা করে আসছে । কিন্ত গত কয়েক বছর ধরে হিজড়াদের আচরণ বদলে গেছে । পাল্টে গেছে তাদের টাকা চাওয়ার দরন ও । আগের দিনের সেই টাকা তোলা এখন চাঁদা আদায়ে পরিণত হযেছে । রাস্তাঘাট,বাসাবাড়ি,দোকানপাটে যেখানে-সেখানে মানুষকে টাকার জন্য নাজেহাল করছে । চাঁদার জন্য মানুষকে জিম্মি করে ফেলা হচ্ছে । আমাদের অত্র ৬ ইউনিয়নের সড়ক যোগাযোগ একমাত্র মহেশ রোড দিয়ে কসবা উপজেলার চারগাছ বাজার তিল্লাক পির বিশ্বরোড দিয়ে দেশের বিভিন্ন জাগায় যেতেহয় । আর এই রোডে হিজড়াদের চাঁদাবাজির স্থান । তারা ব্রাহ্মণ বাড়িয়া থেকে ১০/১২ জন এশে চাঁদাবাজিকরে ।এই রোডে ৬ ইউনিযনের বিদেশ গামি যত যাত্রী আশে বা যায় এবং বিয়ে শাধি করাতে যাওয়া বা আমার পথে বড়ের গাড়ীতে । এরং বিয়ের বাড়ীতে ও নবজাতক শিশু জম্ম হইলে প্রতেক গ্রামের এসভ বাড়ীতে এসে হিজড়ারা অত্যাচার ও চাঁদা দাবি করে ।