Main Menu

নবীনগরে শান্তিপূর্ন ভাবে হরতাল পালিত

+100%-

এস.এ.রুবেল,(নবীনগর)প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুমের ঘটনায় বিএনপির ডাকা রবিবারের সকাল সন্ধ্যা হরতাল ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। সকাল থেকেই নবীনগর শহর ও নবীনগর-কোম্পানিগঞ্জ সড়ক হরতাল সমর্থনকারী পিকেটারদের দখলে ছিল। শহরে বিএনপির নেতা কর্মীদের দফায় দফায় মিছিলে সরব ছিল গোটা নবীনগর। টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। হরতাল চলাকালে নবীনগর শহরের সকল ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও সকল ধরনের যানবাহন বন্ধ ছিল, ব্যাংক ও বীমা গুলোতে গ্রাহক ছিল না থাকার মতো ।অন্যদিকে নবীনগর বাসষ্ট্যান্ড থেকে ঢাকা,চট্রগ্রাম,কুমিল্লা সহ দেশের কোথাও কোন যানবাহন ও নবীনগর লঞ্চঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব,নরসিংদীতে কোন লঞ্চ ছেড়ে যায়নি ।
হরতাল চলাকালিন সময়ে নবীনগর পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মফিজুর রহমান মুকুল,ওবায়দুল হক লিটন,জালালউদ্দিন মনির, আশরাফ হোসেন রাজু,আঃ সাওার,মোস্তাফিজুর রহমান, এস এম মামুন, জিয়াউর রহমান জিয়া,আবুল বাসার, মাইনুউদ্দিন,দেলোয়ার হোসেন,হযরত আলী,আশরাফ হোসেন রুবেল,লিমন প্রমুখ । অপরদিকে উপজেলা পৌর কৃষকদলের আহবায়ক আমীরুল ইসলাম আমীরের সভাপতিত্বে হরতাল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোলাম হোসেন খান টিটো, হেলাল উদ্দিন, হাবিবুর রহমান হেলাল, মুছলেম উদ্দিন, বদিউল আলম খসরু, আলমগীর ইসলাম, আবদুল্লাহ আল মোমেন, মেহেদী হাসান, আল-আমিন প্রমুখ।






Shares