Main Menu

শোক সংবাদ :: সাংবাদিক গোলাম মোস্তফা আর নেই

+100%-
নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায় দিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি উপজেলার লাউরফতেহ্পুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান গোলাম মোস্তফা আর নেই।
রোববার (৬ এপ্রিল) সকালে ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর জানাযা নামাজ শেষে আহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এদিকে সাংবাদিক গোলাম মোস্তফার মৃত্যুতে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।