মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার চিকিৎসার্থে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে স্বপরিবারে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী নবীনগর উপজেলার খারঘর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া- (৬৫) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাজাহান মিয়ার মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের কারনে ১৯৭১ সালের ১০ অক্টোবরে পাকিস্তানী হানাদার বাহিনী তার বাড়িতে হামলা করে পিতা, মাতা, ভাই বোন সহ পরিবারের ৫ সদস্যকে নির্মমভাবে হত্যা করে। কৃষিজীবি শাজাহান মিয়া স্ত্রী, পুত্র, কন্যা সহ ৮ সদস্যের পরিবার নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। তার চিকিৎসার ব্যাপারে সহযোগীতায় এগিয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। গতকাল বুধবার তার পরিবারের নিকট নগদ ২০ হাজার টাকা হস্তান্ত করেছেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা »