বীরগাওয়ে ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আত্ম মানবতা সেবায় লায়ন্স ক্লাব আব ঢাকা শাহবাগ সেন্ট্রালের উদ্যোগে ও এশিয়ান আই কেয়ার সেন্টারের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজে একটি মেডিকেল টিম সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিনামূল্যে প্রায় ৩ হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম, জে, এফ জেলা গভর্নর ওয়াহিদুজ্জামান বাবর। লায়ন্স এর ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংবািদক জহির রায়হানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান আই কেয়ার সেন্টারে চেয়ারম্যান সানাউল্লাহ খান, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, লায়ন সাইফুল ইসলাম এমজেএফ ভাইস জেলা গভর্নর, ক্যাবিনেট ট্রেজারার লায়ন জাফর ইকবাল। অনুষ্ঠানে বক্তারা আত্ম মানবতা সেবায় সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান। মেডিকেল ক্যাম্প থেকে ৩ হাজার রোগী থেকে অপারেশনযোগ্য রোগীদের বাছাই করে ঢাকায় এশিয়ান আই কেয়ার সেন্টার নেয়া হবে।