নবীনগর সরকারি কলেজের ফল বিপর্যয় :: পরিদর্শনে এলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ফলাফল বিপর্যয়ের পর অবশেষে কলেজটি পরিদর্শনে এলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া।
গতকাল শনিবার বিকেলে তিনি কলেজটি পরিদশর্ন করেন। এসময় তাঁর সাথে ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, কলেজের বাংলা বিভাগীয় বিভাগিয় প্রধান এ কে এম রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকারম হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. সৈয়দ হোসেন, প্রভাষক আবু তাহের মোল্লা প্রমুখ।
কলেজ পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন,’ কলেজের সামগ্রিক পরিস্থিতি সরজমিনে দেখতে আমি এখানে এসেছি। এখানকার কতৃপক্ষের সাথে কথা হয়েছে। কলেজের সার্বিক পরিস্থতি উত্তরণের জজন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি, সামনে এ কলেজটিতে ফলাফল ভালো হবে।”
উল্লেখ,কলেজেটিতে এবছরও পাসের হার মাত্র ৩৪ শতাংশ এবং গত বছরের মতো এবারও কেউ জিপিএ ৫ পায়নি।