Main Menu

নবীনগর পৌরসভার একাংশ লকডাউন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের এক ব্যক্তি (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় চিকিৎসাধীন। শুক্রবার এ সংবাদ জানার পর উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পৌরসভার একাংশকে লকডাউন ঘোষাণা করেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের স্বাক্ষরযুক্ত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস দ্রুত সংক্রমণ প্রতিরোধে নবীনগর পৌরসভার আলমনগর, সদরের পশ্চিম পাড়া, আদালত পাড়া, বাজার ও হাসপাতাল সংলগ্ন পুরো এলাকার মানুষের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা (লকডাউন) আরোপ করা হল।
প্রশাসনিক আদেশে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবার ও তার বাড়ির আশেপাশে ১২টি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
লকডাউন ঘোষিত এলাকার লোকজন অন্যত্র যেতে পারবেন না। অন্য এলাকার লোক সেখানে ঢুকতে পারবেন না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইউএনও মোহাম্মদ মাসুম বলেন,’পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা সদরের উল্লেখিত এলাকায় জনগণের চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’






Shares