নবীনগরে ৪ ডাকাত গ্রেপ্তার,মালামাল উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনি ধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসম তাদের কাছ থেকে বেশ কিছু স্বর্ণালংকার, নগদ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পার্শ্ববর্তী কসবা উপজেলার মোঃ রাশেক মিয়া (৫৫), একই উপজেলার আলমগীর মেম্বার (৫০), রমজান মিয়া (৩৫), ও জেলার নাসিনগর উপজেলার দেলোওয়ার হোসেন শাহ আলম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের লহরি গ্রামে পারভেজ মিয়ার বাড়িতে গত ২৭ মে রাত আনুমানিক ১১ টার দিকে তারা ৪ জন সঙ্ঘবদ্ধ ডাকাত, ঘরে থাকা লোকজনদের হাত-পা ও মুখ বেধে ঘরে থাকা ঘরে থাকা প্রায় ৭ ভুড়ি স্বর্ণালংকার,একটি মোবাইল সেট ও লক্ষাধিক টাকা পয়সা নিয়ে যায়।
অভিযোগ কারি মো: পারভেজ মিয়া জানান, আমি চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করছি।বাড়িতে কোন পুরুষ লোক না থাকার বিষয়টি তারা আগেথেকেই জানতো। ডাকাত দল বাড়িতে থাকা আমার মা ও আমার ভাবিকে অনেক নির্যাতন চালিয়েছে।
নবীনগর থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ৭জন ডাকাতকে আইডেন্টিফাই করে, ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এসময় তাদের কাছ থেকে কিছু স্বর্ণালংকার, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
« নবীনগরে চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল প্রতীকে গণ-সংযোগ ও পথ সভা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে দুই হাজার টাকার দ্বন্ধে প্রাণ গেল বৃদ্ধের »