নবীনগরে ২ জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবাহী নৌকাডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বুধবার (১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাহেদুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে নৌকাডুবির কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন-জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর সালেহীন গাজী।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত পরীক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নেয়া হচ্ছে। নিহতের দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
এদিকে, দুই পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল খালেক, কুমিল্লা বোর্ডের জেএসসি পরীক্ষার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাহার হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগরে পাগলা নদীতে নৌকা ডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন।