নবীনগরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুরে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও “শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন” করা হয়েছে।
আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে ব্যারিস্টার জাকির আহাম্মেদ কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবনটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্থানীয় সাংসদ মো. এবাদুল করিম বুলবুল।
এসময় শিক্ষাবৃত্তি প্রদান ও “শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ ইকবাল হুসেন সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক,ওসি মো. মাহাবুব আলম সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-প্রেশজীবী ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রেখে গেছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা-চেতনার কারণে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেশি সময় লাগবে না।