Main Menu

নবীনগরে ১০১ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা শুরু হয়েছে

+100%-

20151020_114201

আমিনুল ইসলামঃ নবীনগর উপজেলা বড়াইল ইউনিয়নে ৫ লাখ টাকা ব্যায়ে ৩টি পুজা মন্ডপে শারদিয় দুর্গাপুজার সকল আয়োজন সম্পন্ন করে দুর্গোৎসবের প্রথম দিনের আনুষ্ঠানিকতা অতিবাহিত করা হয়েছে।ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে হিন্দু  ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজার শুরু হয়েছে।

নবীনগর উপজেলায় ১ টি পৌরসভা ও ২১ টি ইউনিয়ন এর মধ্যে ১০১টি পুজামন্ডবে উৎসব শুরু হয়েছে।এর মধ্যে বড়াইল ইউনিয়নে ৩ টি পুজামন্ডপের মধ্যে,বড়াইল হিন্দু বাড়ি,গোসাইপুর,রাধানগর অনুষ্ঠিত হচ্ছে।আর পুজাকে কেন্দ্র করে গ্রামে চলছে উৎসবমুখর পরিবেশ।দাকঢোল আর করতালিতে মুখরিত পুরো পুজামন্ডপ।আর পুজাকে কেন্দ্র করে নারী-পুরুষ,শিশু বৃদ্ধাসহ অনেক দুর থেকে আসা হাজারও মানুষ ভীর জমাচ্ছে পুজা মন্ডপগুলোতে।

বড়াইল পুজা মন্ডপে দায়িত্বে থাকা,প্রানতোষ ভৌমিক জানান-ধর্ম যার যার উৎসব সবার।এরি প্রতিপাক্ষ নিয়ে দীর্ঘ ১৭ বছর পর ২০১৫ সালে বড়াইল সনাতন ধর্মালম্বীদের মাঝে পুজা অনুষ্ঠিত হচ্ছে।এর পূর্বে ১৯৮৮ সালে ও সর্বশেষ ১৯৯৮ সালে দুর্গাপূজা বড়াইল হিন্দু বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল।আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও গ্রাম পুলিশ নিয়োজিত রয়েছে।






Shares