নবীনগরে বিশ্ব ডায়াবেটিস দিবস ও প্রাতভ্রমন এসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




হাটিহাটি পাপা করে উক্ত সংগঠনটি আজ ১৬ তম বর্ষে পদার্পন করল। বৃহস্পতিবার সংগঠনটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে নবীনগর সরকারি কলেজ মাঠে বর্ণাঢ রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে নবীনগর সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোঃ সাদেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ একেএম রেজাউল করিম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু কাওছারের সঞ্চালনায়, এসময় বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, সহ সভাপতি মানিক বিশ্বাস বক্তব্য রাখেন, কার্যকরী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়া রেণু, ডাক্তার মোঃ দস্তগীর, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহ সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সোহেল খান, আবু সালেহ, মোঃ শফিকুল ইসলাম, গোপাল বণিক, মিঠু রক্ষিত, মোঃ জাকির হোসেন, বিশ্বজিৎ বণিক।
« নবীনগরে ক্লাশ চলাকালীন হঠাৎ শ্বাসকষ্ট, অসুস্থ ১০ শিক্ষার্থী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে বালুবাহী ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু »