নবীনগরে বাল্য বিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করলেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন। আজ শুক্রবার দুপুরের দিকে পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের জাকির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, মাঝিকাড়া গ্রামের ভাড়াটিয়া অপ্রাপ্তবয়স্ক কিশোরীর মেয়ের বাড়িতে পাশ্ববর্তী কুমিল্লা জেলা থেকে আগত একটি বিয়ের গাড়ি দেখতে পেয়ে স্থানীয়রা উপজেলা প্রসাশনকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন সরজমিনে গিয়ে এই বাল্য বিবাহটি বন্ধ করেন এবং তাদের নগদ পাঁচ হাজার টাকা জড়িমানা করেন।
এ বিষয়ে উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন জানান, সরকারের দেয়া কঠোর লকডাউন উপেক্ষা করে এক জেলা থেকে আরেক জেলায় এসে বাল্য বিয়ে করতে আসায় উভয় পক্ষকে জড়িমানা করা হয়েছে।এবং তাদেরকে সর্তক করে বাল্য বিয়ে ভেঙ্গে দেওয়া হয়।