নবীনগরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
মিঠু সূত্রধর পলাশ:: চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই মঙ্গলবার সকাল থেকে নবীনগর উপজেলার ১৫৭টি ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হচ্ছে। কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামীম ।
এ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নবীনগর উপজেলার ২১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ভোটার সংখ্যাঃ ৪,৩২,৩০৭ জন পুরুষ ২,২৪,৫৭৬ মহিলা ২,০৭,৭২৯ জন হিজড়া ২ জন। উপজেলায় ১৫৭ কেন্দ্রের মধ্যে ঝুঁকি পূর্ণ চিন্হিত করা হয়েছে ৪৪ টি।
« কসবায় গাজাসহ পাচারকারী আটক ॥ সিএনজি জব্দ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সদরে শোভন, বিজয়নগরে জাবের ও নবীনগরে ফারুক নির্বাচিত »