নবীনগরে দৈনিক করতোয়ার ৪৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা
নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া’র ৪৩ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১২/০৮) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রিয় গণ-গ্রন্থাগারে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর উপজেলার সাবেক সংসদ সদস্য এড. শাহ্ জিকরুল আহামেদ খোকন।সভায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে ও বাচিক শিল্পী মো. জালাল হোসাইনের সঞ্চালনায়, এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, ডা. আহাম্মেদ হোসেন (ফুল মিয়া),নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যপক এ কে এম রাসেদুল হক,নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা জাসদ সভাপতি মো. শফিকুল ইসলাম, সাপ্তাহিক নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু,সাপ্তাহিক মলয়া’র সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর টিভি’র সম্পাদক ও প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক মো.সাইদুল আলম সোহরাফ,দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, জাসদ সাধারন সম্পাদক মো. সামছুল হক দুলাল,জাসদ নেতা মো. আকছিরুল আজিম, বাংলা টিভি’র নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ প্রমুখ।
এসময় অনুষ্ঠানের শুরুতে দৈনিক করতোয়া’র নবীনগর প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
পরে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য দৈনিক করতোয়া পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করে পত্রিকাটির ৪৩ বছর পদার্পনে উপস্থিত অতিথিরা কেইক কাটেন।