নবীনগরে দুই দোকানে মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বিটঘরের জোড় পুকুর পাড় মহেশ রোডের সিএনজি স্টেশন সংলগ্ন দুই দোকানীকে রোড,সিমেন্ট ব্যবসা করার জন্য নির্ধারিত ড্রিল লাইসেন্স না থাকার অপরাধে শুক্রবার(১৬/১) অত্যাবশ্যকীয় পূন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৩(৬) ধারা মোতাবেক প্রতি জনকে তাৎক্ষনিকভাবে নগদ ৩০ হাজার টাকা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. ইকবাল হাছান। মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে যেকোন ধরনের ব্যবসা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করার জন্য পরামর্শ দেন। তিনি এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে হুশিয়ারী করে দেন।
« কাজে ফাঁকি দিতে পানি ডুকিয়ে সদর হাসপাতালের হাজিরার বায়োমেট্রিক মেশিন অচল করলো পরিচ্ছন্নতাকর্মী, সাময়িক বরখাস্ত (পূর্বের সংবাদ)