Main Menu

নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত-১০। প্রতিবাদে মিছিল, মিটিং ও রাস্তা অবরোধ

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া ব্রিজের উপরে ল্যাম্পপোষ্টে ঢিল মারা ও একটি মেয়েকে ইভটিজিংয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় কনিকাড়া ও ওয়ারুক নামক দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
তাদের মধ্যে গুরুত্বর আহত কনিকাড়া গ্রামের মো.আকরাম হোসেন,মো. হোসেন মিয়া, মো.জহিরুল ইসলাম,মো.আজিজুল ইসলামকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার প্রতিবাদে রবিবার রাতে কনিকাড়া গ্রামের যুবসমাজ মিছিল, মিটিং ও সড়ক অবরোধ করে হরতালের ডাক দেয়। সোমবার সকাল ৮ থেকে দুপুর ১২ পর্যন্ত অবরোধ চলকালিন সময় কনিকাড়া গ্রামের উপর দিয়ে সকল প্রকার যান-চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের সাথে আলোচনার মাধ্যামে কনিকাড়া গ্রামের যুবসমাজ অবরোধ প্রত্যাখান করে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি আসলাম শিকদার ঘটনার সতত্যা স্বীকার করে বলেন,সংঘর্ষের ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। আলোচনার মাধ্যামেই দুই গ্রামবাসির সমস্যা সমাধান করা হবে।






Shares