Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান

নবীনগরে খারঘর গণহত্যা দিবস পালিত

+100%-

আমিনুল ইসলাম:: ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ১০ অক্টোবর পাক হানাদার বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে খারঘর গ্রামে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। দিবসটি খারঘর গণহত্যা দিবস নামে পরিচিত।সেই হত্যালীলায় খারঘর গ্রামের ৪৩ জন শহীদ হন।

শহীদদের স্মরণে গতকাল মঙ্গলবার খারঘর গণকবরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে সরকারিভাবে প্রশাসন এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত শহীদ পরিবারসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ খারঘর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে গণকবর সংলগ্ন মাঠে এক আলোচনা  সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সূচীর উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর-৫ আসনের সাবেক সাংসদ অ্যাড. শাহ জিকরুল আহমেদ খোকন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। ডাঃ আলী আজগর মোল্লার সভাপতিত্বে ও মোঃ মহিউদ্দিন আহাম্মেদ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল,ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ পিপিএম, নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, বড়াইল ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, এটিএম মো¯—মোস্টাফিজুর রহমান নান্নু মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মাজু মিয়া, বীর মুক্তিযোদ্ধা হার-অর-রশিদ, মজিবুর রহমান, আমিনুল হক আমিন মোল্লা, শুক্কুর খান,আমিনুল ইসলাম বাবু, সুধন, রীনা, আবুল কাশেম, তাজুল ইসলাম মোল্লা, আবুল খায়ের, মোঃ সেলিম, গাজী জামাল, মোবারক হোসেন, মাসুম কবির চাঁদ, গোলাম সামদানী,স্বপন মিয়া, মর্শিদ মিয়া প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ, সাংবাদিক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মিলাদ মাহফিলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।






Shares