নবীনগরে কেন্দ্রীয় কৃষকদলের নেতা মামুনুর রশিদের স্ত্রীর ইন্তেকাল, গভীর শোক ও দুঃখ প্রকাশ




বুধবার বাদ আছর সাহারপাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে সাহারপাড় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। মরহুমার নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। উক্ত নামাজে জানাজায় কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপি, উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক,সাংবাদিক, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে কেন্দ্রীয় কৃষকদল নেতা কেএম মামুনুর অর রশিদের স্ত্রী নাছিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
কেন্দ্রীয় কৃষকদল নেতা কেএম মামুনুর অর রশিদের স্ত্রী নাছিমা বেগমের জন্যে তার রুহের মাগফিরাত কামনা জন্য সর্বস্তরের মানুষের নিকট দোয়া কামনা করেন ।
« কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা ১০ দিন পর লাশ উদ্ধার ॥ আটক-১ (পূর্বের সংবাদ)