নবীনগরে একটি কলেজ থেকে পাস করেনি কেউ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বর স্কুল এন্ড কলেজ থেকে ২০১৮ উচ্চ মাধ্যমিক পরিক্ষায় কেউ পাস করেনি। ওই কলেজ থেকে এবার ১৩ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করে ১৩ জনই ফেল করে।এ ছাড়া তোফায়ে আলী কারিগরি স্কুল এন্ড কলেজ ৮১.৮২/, আলিম উদ্দিন জোবেদা ডিগ্রি কলেজ ৭৪.৮৯/, লাউর ফতেহপুর ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজ ৬৯.৬২/,সুর সম্রাটট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ ৬৬.১৯/,সলিমগঞ্জ ডিগ্রি কলেজ ৫২.৪২/,মহিলা ডিগ্রি কলেজ ৪৫.৪৯/সরকারি কলেজ ৩৪.১২/,জিনদপুর স্কুল এন্ড কলেজ ১২.৭৩/,বীরগাঁও স্কুল এন্ড কলেজ ১০.৭১/। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন জানান,কৃষ্ণনগর আব্দুল জব্বর স্কুল এন্ড কলেজ থেকে ১৩ জন পরীক্ষা দিয়ে ১৩ জনই ফেল করেছে। পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১১জন।
« কাতারে বাংলাদেশ স্কুল এন্ড কলেজে এইচএসসি পাসের হার ৯২.৫৯ শতাংশ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু »