Main Menu

নবীনগরে একই সময়ে জাসদ ও হেফাজতের সভা আহবান নিয়ে উত্তেজনা

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগামী ২৬ জুলাই একই স্থানে ও একই সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও হেফাজতে ইসলাম সভা আহবান করায় উত্তেজনা দেখা দিয়েছে। উভয় পক্ষই নিজ নিজ সভা সফলে কার্যক্রম শুরু করে দেয়ায় এ উত্তেজনা দেখা দিয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাসদের সভা সম্পর্কে তারা অবগত। ইতিমধ্যেই এ সম্পর্কিত চিঠি তাঁরা পেয়েছেন। অন্যদিকে হেফাজত তাঁদের কর্মসূচি সম্পর্কে কিছুই জানায় নি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৬ জুলাই বিকেল তিনটায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা ডেকেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সময়ে সেখানে শানে রেসালাত (সা.) সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম। নবীনগর উপজেলা জাসদ আয়োজিত জনসভায় দলটির কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে হেফাজত ইসলাম নবীনগর শাখা আয়োজিত শানে রেসালাত (সা.) সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উভয় আয়োজকরাই ইতিমধ্যেই এ নিয়ে প্রচারণা শুরু করে দিয়েছেন। দুই সংগঠনের নেতৃবৃন্দই অনুষ্ঠান আয়োজনে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছেন।
নবীনগর উপজেলা জাসদ সভাপতি শফিকুল ইসলামের দাবি, সভা করতে ইতিমধ্যেই প্রশাসনিক অনুমতি নেয়া হয়েছে। অন্যদিকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সদস্য মাউলানা মেহেদি হাসান জানান, অনুমতি নিতে গত বৃহস্পতিবার আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেছি।আশাকরি সামনের রবিবার অফিস খোলা হলে আমাদের অনুমতি পেয়ে যাবো।






Shares