নবীনগরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার




খবর পেয়ে আজ রবিবার (২৮/০৭) সকালে লাশ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা প্রেরণ করে নবীনগর থানা পুলিশ। নিহতারা হলেন পরিবারের কর্তা সোহাগ (৩৩) তার স্ত্রী জান্নাতুল (২২), বড় মেয়ে ফারিয়া (৪), ছোট মেয়ে ফাহিমা (২)।
ঘটনা সূত্রে জানা যায়, সোহাগ মিয়া নবীনগর বাজারের একজন ব্যবসায়ী, ঘটনার বিবরণে জানা যায় আজ রবিবার পার্শ্ববর্তী বাড়িতে বসবাসকারী সোহাগ মিয়ার শাশুড়ি সকাল ৯ টার দিকে সোহাগ মিয়ার বাসায় গিয়ে ডাকাডাকি করলে তাদের কোন সারা শব্দ না পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। সোহাগ মিয়ার শাশুড়ির চিৎকার শুনে প্রতিবেশী মনির ও উজ্জ্বল দৌড়ে আসেন। তারা আবারও ডাকাডাকি করে কোন সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে সোহাগ মিয়া ও তার পরিবারের ৪ সদস্যকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে নবীনগর থানায় খবর দিলে, পুলিশ এসে সকলের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে কিছু জানতে না পারা গেলেও স্থানীয়রা ধারণা করছে ঋণের দায়ে তারা এ আত্মহত্যা করতে করে থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নবীনগর থানায় এ বিষয়ে কোন মামলা দায়ের হয়নি।
« কসবায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ঢাকা -সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত »