উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ জন
নবীনগরে আবারো নতুন করে করোনায় আক্রান্ত ৭জন




আজ মঙ্গলবার আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.মোসরাত ফারখান্দা জেবিন।
এ নিয়ে নবীনগর উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ জন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
নবীনগর উপজেলায় করোনা আক্রান্তরা হচ্ছেন, উপজেলা পরিষদের ১জন , উপজেলার কনিকারা শিবপুর গ্রামের ১ জন, সোনালী ব্যাংকের আনসার সদস্য ১জন, কৃষি ব্যাংকের গাার্ড ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, জিনোদপুর বাঙ্গরা গ্রামের ২ জন।
নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা: মোসরাত ফারখান্দা জেবিন জানান, এইমাত্র আমাদের হাতে রিপোর্টটি পৌঁছেছে।আক্রান্তদের কোথায় রাখা হবে সেটা আমাদের জেলা সিভিল সার্জন স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।
« মাস্ক পরুন অবশ্যই, বলছেন নোবেলজয়ী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট ও খড় শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ »