নবীনগরের মাটি যাচ্ছিল মুরাদনগরে, প্রশাসনের সাঁড়াশি অভিযানে ভেস্তে গেল সব
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন সরকারি খাল ও জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কেটে অন্তত অর্ধকোটি টাকার মাটি অন্য উপজেলায় বিক্রি করার ভ্রাম্যমান আদালতের অভিযান।
মঙ্গলবার রাতের আর্ধারে গুচ্ছ গ্রামে ইউএনও একরামুল ছিদ্দিকের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ারের সহযোগিতায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে,বাশারুকের আব্দুর রহমানের ৪টি ড্রেজার ও গাঙ্গেরকোটের মোমেনের ২টি ভেকুর ব্যাটারি জব্দ সহ ২ জন ড্রাইভার কে আটক করা হয়।
এরমধ্যে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, অবৈধভাবে মাটি পাচার ও ড্রেজার মেশিন বসিয়ে মাটিকাটার সময় এ অভিযান পরিচালনা করি। এসময় ৪টি ড্রেজার মেশিন, ২ টি ভেকুর ব্যাটারি,কিছু পাইপ জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ ধ্বংসের কর্মযজ্ঞে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।