Main Menu

নবীনগরে মোবাইল কোর্টের ভয়ে ফার্মেসি বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে মোবাইল কোর্টের ভয়ে ফার্মেসি বন্ধ করে পালালেন ঔষধ ব্যবসায়ীরা। আজ  ২১জানুয়ারী মঙ্গলবার নবীনগর বাজারে ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবু মোছা।

এসময় তিনি ৫টি ফার্মেসির দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ঔষধ  ও কসমেটিক্স আইন ২০২৩এর ৪০ (খ) (ঘ) ধারায় ৯ টি মামলায় ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর মাঝে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো মহেন্দ্র ফার্মেসি ৩০ হাজার, বন্ধন ফার্মেসি ২০হাজার, মা ফার্মেসি ৩০হাজার, আল মদিনা ফার্মেসি ২০হাজার, হালিমা ফার্মেসি কে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মোবাইল কোর্ট পরিচালনা করা  হচ্ছে এ খবর ছড়িয়ে পড়লে নবীনগর বাজারের ফার্মেসি মালিকরা ভয়ে অধিকাংশ দোকান বন্ধ করে চলে যান।
স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার অধিকাংশ ফার্মেসীগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রয়েছে। এবং তারা স্বাস্থ্য অধিদপ্তরের কোন আইনি মানছেন না।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবু মুসা বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখা, দোকানের রেজিস্টার খাতা যথাযথভাবে  ব্যবহার না করায় মোবাইল কোর্ট আইনে নয়টি মামলায় এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Shares