নবীনগরে মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে ওসিকে ঘুষ দিতে এসে দুই জন আটক
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার ওসিকে একলক্ষ টাকা ঘুষ দিতে এসে দুইজন আটক হয়েছে। শুক্রবার বিকালে থানায় এই ঘটনা ঘটে ।বেআইনি পন্থায় মাদক সহ আটক দুই আসামীকে লাখ টাকার বিনিময়ে ছাড়িয়ে নিতে এসে ওই দুই ব্যক্তির আটক হওয়ার ঘটনাটি ঘটেছে।
সুত্র জানায়, আজ সকালে উপজেলার শিবপুর পুলিশ ফাড়িঁর এস অাই মিজানুর রহমান শিবপুর বাজার সি এন জি ষ্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাজাঁ সহ দুই মহিলাকে গ্রেপ্তার করে।
আটক কৃতরা হচ্ছে নরসিংদীর বেলাবু থানার বারৈচা গ্রামের শাজাহান মিয়ার স্ত্রী রাবিয়া বেগম( ৪২) ও একই থানার নারায়নপুর গ্রামের মৃত জলিল মিয়ার স্ত্রী আছিয়া বেগম( ৪৮)।
ফাড়ি সুত্র আরো জানায়,ওই দুই মহিলা অভিনব কায়দায় শরীরে ১০ কেজি গাজাঁ কসবা থেকে নরসিংদী নিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার হয়।
তাদের ছাড়াতে এসে বেলাবু থানার নারায়নপুর অনন্যা ও যাতায়াত বাস সার্ভিসের কাউন্টার মাস্টার আঃ খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া(৪৫) ও আসামী আছিয়ার ভগ্নিপতি মৃত মালু মিয়ার ছেলে হান্নান মিয়া (৬২) কে ১লক্ষ টাকা সহ আটক করে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার বলেন, মাদকের আসামীদের ছাড়াতে আমাকে ১ লক্ষ টাকা
ঘুষ দিলে ওই টাকা জব্দ করে তাদের আটক করি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান।